ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় ছাত্রলীগের তালা
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’কে কেন্দ্র করে রাজধানীজুড়ে উত্তেজনা বাড়ছে। আওয়ামী লীগসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠন জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে বদ্ধপরিকর। দলের নেতারা বলছেন, সম্প্রতি বিচার ও রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে এক ধরনের ‘ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা’ তৈরি হয়েছে, যা রোধে জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তাদের ভাষ্য, দেশের মানুষ ভোটের অধিকার, সাংবিধানিক পথ ও গণতন্ত্রের ধারাবাহিকতা অটুট রাখতেই রাস্তায় নামছেন।