সর্বশেষ

শীতে কাঁপছে উত্তরের জনপদ

টানা ছয় দিন ধরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০
টানা ছয় দিন ধরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের সর্বউত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া টানা ছয় দিন ধরে তীব্র শীতে কাঁপছে। হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা বেড়ে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। গত ছয় দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে স্থির রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো।

 

মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, টানা ছয় দিন ধরে একই মাত্রায় তাপমাত্রা থাকায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে।

 

পঞ্চগড় ও আশপাশের জেলায় কয়েক দিন ধরে হিমালয়ের হিমেল বাতাস বইছে। সকালে ঝলমলে রোদ উঠলেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রামাঞ্চলের মানুষ শীতের কাপড় পরে থাকছেন। দিনভর সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না।

 

শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবীরা শীতে কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাজারে কম্বল ও গরম কাপড়ের চাহিদা বেড়ে গেছে।

 

শীতের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন রোগীর ভিড় বাড়ছে। বহির্বিভাগে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বহু মানুষ। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরই ভর্তি করা হচ্ছে হাসপাতালে।

 

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানিয়েছেন, টানা ছয় দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রিতে স্থির রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে।

সব খবর

আরও পড়ুন

সাত বছরের শিশুর পর ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠ কন্যারও

লক্ষ্মীপুরে দরজা বন্ধ করে আগুন সাত বছরের শিশুর পর ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠ কন্যারও

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত

সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

চলতি বছরে ৪০০ জেলে আটক সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ‘পরিকল্পিত’ অথচ আসামি ‘অজ্ঞাতনামা’

ক্ষুব্ধ রাজনীতিক ও সুশীল সমাজ প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ‘পরিকল্পিত’ অথচ আসামি ‘অজ্ঞাতনামা’

গানে গানে প্রতিবাদ ছায়ানটের

ভাঙচুরের বিপরীতে সুর গানে গানে প্রতিবাদ ছায়ানটের

ঘুমন্ত শিশু আয়েশা নিহত, দগ্ধ আরও তিন

লক্ষ্মীপুরে তালা লাগিয়ে ঘরে আগুন ঘুমন্ত শিশু আয়েশা নিহত, দগ্ধ আরও তিন

উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ ‘বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর পরিকল্পিত আঘাত’

প্রতিবাদ সমাবেশে বক্তারা উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ ‘বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর পরিকল্পিত আঘাত’

শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ

চরমপন্থা ও নৈরাজ্যের উস্কানি শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ