সর্বশেষ

তৌহিদী জনতা ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা অব্যাহত

শেরপুরে জারি গানের আসর ঘিরে সংঘর্ষ, অবরুদ্ধ গ্রামে আতঙ্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৩:২২
শেরপুরে জারি গানের আসর ঘিরে সংঘর্ষ, অবরুদ্ধ গ্রামে আতঙ্ক

শেরপুর সদর উপজেলার নলবাইদ ও চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা নয়াপাড়া গ্রামে ঐতিহ্যবাহী জারি গানের আসরকে কেন্দ্র করে সংঘর্ষ, মঞ্চ ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকা থমথমে, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের অবরোধে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

 

সংঘর্ষ ও হামলার ঘটনা

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তরুণ কয়েকদিন আগে নয়াপাড়া গ্রামে ঐতিহ্যবাহী জারি গানের আসরের আয়োজন করেন। প্রথম দফায় স্থানীয় কিছু মাদ্রাসা শিক্ষক ও ছাত্র নিজেদের “তৌহিদী জনতা” পরিচয়ে এসে অনুষ্ঠানটি “হারাম” বলে বন্ধ করে দেন। পরে আয়োজকরা আবারও অনুষ্ঠান বসালে শুক্রবার রাতে তৌহিদী জনতা অশ্লীলতার অভিযোগ তুলে মঞ্চে হামলা চালায় ও ভাঙচুর করে।

 

 

এ সময় আয়োজক ও স্থানীয়দের মধ্যে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। গানের শ্রোতারা একজোট হয়ে হামলাকারীদের পাল্টা ধাওয়া দিলে সাতজন গুরুতর আহত হন। পরে তারা ক্ষমা চাইলে গ্রামবাসী তাদের ছেড়ে দেয়। সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অবরোধ ও মাদ্রাসা বিক্ষোভ

 

শনিবার সকালে চরমোচারিয়া ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। তারা নন্দীর বাজার এলাকার ঝগড়ারচর-বকশীগঞ্জ সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুর রহমানসহ কয়েকজন আলেম বক্তব্য দেন, দাবি করেন এলাকায় নাচ-গানের নামে অশ্লীলতা বাড়ছে, যা বন্ধ করা জরুরি।

 

অন্যদিকে আয়োজকরা বলেন, জারি আসরে কোনো অশ্লীলতা হয়নি, কেবল কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ নাচ পরিবেশন করেছিলেন।

 

 

মামলা ও প্রশাসনের অবস্থান

 

শনিবার রাতে মাওলানা ফখরুজ্জামানের নেতৃত্বে ইত্তেফাকুল উলামার পক্ষ থেকে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়। আহত শাহীনূর রহমানসহ ১১ জনকে সাক্ষী করা হয়েছে।

 

সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, “মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক।”

 

এদিকে সংঘর্ষের পর নয়াপাড়া গ্রামের ওপর মুসল্লিদের নিষেধাজ্ঞা জারি থাকায় দোকানপাট বন্ধ ও মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে। বিশেষ করে নারীরা বাইরে বের হলে জেরার মুখে পড়ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

গ্রামজুড়ে আতঙ্ক, প্রশাসনের সতর্কতা

 

চরমোচারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য জাফর মিয়া জানান, “আমাদের গ্রামে প্রায় দুই হাজার মানুষ বাস করে। এখন সবাই আতঙ্কে আছে, কেউ বাইরে যাচ্ছেন না।” ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, “শনিবার রাত পর্যন্ত মুসল্লিরা অটোরিকশা তল্লাশি করে হামলাকারীদের খুঁজছিলেন, তবে রোববার থেকে পরিস্থিতি কিছুটা সহনীয়।”

 

ইত্তেফাকুল উলামার সভাপতি বড় হুজুর আজিজুর রহমান মুসল্লিদের উদ্দেশে বলেন, “আমি কোনো দাঙ্গা-হাঙ্গামা চাই না। কারও জানমালের ক্ষতি যেন না হয়।”

 

এদিকে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। জেলার পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সব খবর

আরও পড়ুন

সাত বছরের শিশুর পর ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠ কন্যারও

লক্ষ্মীপুরে দরজা বন্ধ করে আগুন সাত বছরের শিশুর পর ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠ কন্যারও

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত

সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

চলতি বছরে ৪০০ জেলে আটক সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ‘পরিকল্পিত’ অথচ আসামি ‘অজ্ঞাতনামা’

ক্ষুব্ধ রাজনীতিক ও সুশীল সমাজ প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ‘পরিকল্পিত’ অথচ আসামি ‘অজ্ঞাতনামা’

গানে গানে প্রতিবাদ ছায়ানটের

ভাঙচুরের বিপরীতে সুর গানে গানে প্রতিবাদ ছায়ানটের

ঘুমন্ত শিশু আয়েশা নিহত, দগ্ধ আরও তিন

লক্ষ্মীপুরে তালা লাগিয়ে ঘরে আগুন ঘুমন্ত শিশু আয়েশা নিহত, দগ্ধ আরও তিন

উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ ‘বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর পরিকল্পিত আঘাত’

প্রতিবাদ সমাবেশে বক্তারা উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ ‘বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর পরিকল্পিত আঘাত’

শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ

চরমপন্থা ও নৈরাজ্যের উস্কানি শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ