রাজধানীর মগবাজার মোড়ের কাছে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (সন্ধ্যা সাড়ে ৭টার দিকে) মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের গলির সামনের সড়কে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার ব্যস্ত সময়ে হঠাৎ করে একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফ্লাইওভারের ওপর দিক থেকে ছোড়া ককটেলটি নিচে পড়ে বিস্ফোরিত হলে সেখানে দাঁড়িয়ে থাকা এক তরুণ গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত তরুণের নাম সিয়াম। বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। পুলিশ জানিয়েছে, তিনি মগবাজার এলাকার একটি ডেকোরেটর দোকানে কর্মরত ছিলেন। কাজ শেষে ওই সড়ক দিয়ে চলাচলের সময় ককটেলটি তার মাথায় আঘাত করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। সেটি নিচে পড়ে এক তরুণের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” তিনি আরও জানান, কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলের আশপাশে এজি চার্চ এবং এজি চার্চ স্কুলের দুটি ভবন রয়েছে। বিস্ফোরণের সময় ওই এলাকায় সাধারণ মানুষ ও পথচারীদের উপস্থিতি ছিল। তবে নিহত ব্যক্তি ছাড়া অন্য কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।