সর্বশেষ

ভাঙচুরের বিপরীতে সুর

গানে গানে প্রতিবাদ ছায়ানটের

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ২৩:১৫
গানে গানে প্রতিবাদ ছায়ানটের

সম্প্রতি রাজধানীতে ছায়ানটের সংস্কৃতি-ভবনে ঘটে যাওয়া ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠনটি। ছায়ানট বলছে, এ ধরনের ঘটনা শুধু স্থাপনার ক্ষতি নয়, বরং বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক চর্চা ও মুক্তচিন্তার ওপর আঘাত।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নাচ–গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঘিরে কিছু গোষ্ঠীর বিরূপ অবস্থান দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। তাদের দাবি, সাম্প্রতিক এই হামলাও সেই ধারাবাহিকতার অংশ।

 

এসব ঘটনার প্রতিবাদ এবং সংস্কৃতি ও মুক্তচিন্তার পক্ষে অবস্থান জানাতে ‘গানে গানে সংহতি-সমাবেশ’ আয়োজন করেছে ছায়ানট। আজ বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এই শান্তিপূর্ণ সংহতি-সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ছায়ানটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করা একাধিক গান। এর মাধ্যমে সহিংসতা ও ভাঙচুরের বিরুদ্ধে সাংস্কৃতিক ভাষায় প্রতিবাদ জানানোর কথা জানায় আয়োজকরা।

 

সংগঠন সূত্রে জানা গেছে, সমাবেশে পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল—‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল’, ‘ও আমার দেশের মাটি’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু–মুসলমান’, ‘মানুষ ছেড়ে খ্যাপা রে তুই’, ‘মানুষ হ’ মানুষ হ’ আবার তোরা মানুষ হ’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘হিমালয় থেকে সুন্দরবন’ এবং ‘আমার প্রতিবাদের ভাষা’সহ আরও কয়েকটি কালজয়ী গান। সমাবেশ শেষ হয় সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে।

 

এর আগে আয়োজকদের পক্ষ থেকে সব সচেতন নাগরিককে এই শান্তিপূর্ণ সংহতি-সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। ছায়ানটের ভাষ্য, সংস্কৃতির জায়গাগুলো সুরক্ষা ও যত্নের দাবিদার, আর এসব জায়গায় ভাঙচুর মানে সমাজের সামগ্রিক মূল্যবোধ ও সহনশীলতার ওপর আঘাত।

সব খবর

আরও পড়ুন

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত

সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

চলতি বছরে ৪০০ জেলে আটক সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ‘পরিকল্পিত’ অথচ আসামি ‘অজ্ঞাতনামা’

ক্ষুব্ধ রাজনীতিক ও সুশীল সমাজ প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ‘পরিকল্পিত’ অথচ আসামি ‘অজ্ঞাতনামা’

ঘুমন্ত শিশু আয়েশা নিহত, দগ্ধ আরও তিন

লক্ষ্মীপুরে তালা লাগিয়ে ঘরে আগুন ঘুমন্ত শিশু আয়েশা নিহত, দগ্ধ আরও তিন

উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ ‘বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর পরিকল্পিত আঘাত’

প্রতিবাদ সমাবেশে বক্তারা উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ ‘বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর পরিকল্পিত আঘাত’

শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ

চরমপন্থা ও নৈরাজ্যের উস্কানি শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ

অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত

রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

আধঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ