সর্বশেষ

গায়ে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন

নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতার লাশ

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ০৮:৩০
নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতার লাশ

সিলেটে নিজ বাসার ছাদে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেলো দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ আবদুর রাজ্জাকের (৫৫) মরদেহ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ভয়াবহ এ হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও উৎকণ্ঠা।

 

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় শেষে হাঁটার জন্য বাসার ছাদে উঠেছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টা পর্যন্ত তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছাদে গিয়ে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় তিনি নিথর পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি স্পষ্টতই একটি হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মাঝামাঝি সময়ে তাকে খুন করা হয়। শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন থাকা থেকে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা খুব কাছ থেকে আঘাত করেছে। আমরা তদন্ত শুরু করেছি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে মাঠে কাজ চলছে।

 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজ্জাক রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও তার সঙ্গে কারো প্রকাশ্য শত্রুতা ছিলো না। তবে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেই প্রশ্নই এখন তদন্তের কেন্দ্রবিন্দু। উন্নত প্রযুক্তি ও সিসিটিভিসহ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে।

 

এদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

রপ্তানি সীমিত, তবুও বাজারে পাটের দাম বাড়ছে

রপ্তানি সীমিত, তবুও বাজারে পাটের দাম বাড়ছে

নয় বছরেও বিচার হয়নি তিন সাঁওতাল হত্যার

পৃথক ভূমি কমিশনসহ সাত দফা দাবি নয় বছরেও বিচার হয়নি তিন সাঁওতাল হত্যার

ঝালকাঠির নলছিটিতে পৈতৃক সম্পত্তি ফেরত চেয়ে ভূমিহারাদের আন্দোলন

নদী ও ভূমি দখলে অপসোনিন গ্রুপ ঝালকাঠির নলছিটিতে পৈতৃক সম্পত্তি ফেরত চেয়ে ভূমিহারাদের আন্দোলন

মৃদু থেকে তীব্র ১০ শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা

শীতের আগাম বার্তা মৃদু থেকে তীব্র ১০ শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা

গাইবান্ধায় ‘গরু চোর সন্দেহে’ তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় ‘গরু চোর সন্দেহে’ তিনজনকে পিটিয়ে হত্যা

সুন্দরবনে ফের জলদস্যু আতঙ্ক, বনজীবীরা নিরাপত্তাহীনতায়

সুন্দরবনে ফের জলদস্যু আতঙ্ক, বনজীবীরা নিরাপত্তাহীনতায়

অস্ত্র উঁচিয়ে হিন্দুদের হত্যা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্বেগ

অস্ত্র উঁচিয়ে হিন্দুদের হত্যা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্বেগ

সাত দিনেও চালু হয়নি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গে লোডশেডিংয়ে চরম ভোগান্তি

সাত দিনেও চালু হয়নি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গে লোডশেডিংয়ে চরম ভোগান্তি