সর্বশেষ

গায়ে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন

নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতার লাশ

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ০৮:৩০
নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতার লাশ

সিলেটে নিজ বাসার ছাদে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেলো দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ আবদুর রাজ্জাকের (৫৫) মরদেহ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ভয়াবহ এ হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও উৎকণ্ঠা।

 

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় শেষে হাঁটার জন্য বাসার ছাদে উঠেছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টা পর্যন্ত তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছাদে গিয়ে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় তিনি নিথর পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি স্পষ্টতই একটি হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মাঝামাঝি সময়ে তাকে খুন করা হয়। শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন থাকা থেকে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা খুব কাছ থেকে আঘাত করেছে। আমরা তদন্ত শুরু করেছি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে মাঠে কাজ চলছে।

 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজ্জাক রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও তার সঙ্গে কারো প্রকাশ্য শত্রুতা ছিলো না। তবে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেই প্রশ্নই এখন তদন্তের কেন্দ্রবিন্দু। উন্নত প্রযুক্তি ও সিসিটিভিসহ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে।

 

এদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

সাত বছরের শিশুর পর ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠ কন্যারও

লক্ষ্মীপুরে দরজা বন্ধ করে আগুন সাত বছরের শিশুর পর ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠ কন্যারও

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত

মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলে তরুণ নিহত

সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

চলতি বছরে ৪০০ জেলে আটক সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ‘পরিকল্পিত’ অথচ আসামি ‘অজ্ঞাতনামা’

ক্ষুব্ধ রাজনীতিক ও সুশীল সমাজ প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ‘পরিকল্পিত’ অথচ আসামি ‘অজ্ঞাতনামা’

গানে গানে প্রতিবাদ ছায়ানটের

ভাঙচুরের বিপরীতে সুর গানে গানে প্রতিবাদ ছায়ানটের

ঘুমন্ত শিশু আয়েশা নিহত, দগ্ধ আরও তিন

লক্ষ্মীপুরে তালা লাগিয়ে ঘরে আগুন ঘুমন্ত শিশু আয়েশা নিহত, দগ্ধ আরও তিন

উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ ‘বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর পরিকল্পিত আঘাত’

প্রতিবাদ সমাবেশে বক্তারা উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ ‘বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর পরিকল্পিত আঘাত’

শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ

চরমপন্থা ও নৈরাজ্যের উস্কানি শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ